গণতন্ত্রায়ণ
    কোনো  দেশে  গণতন্ত্র  থাকা  অথবা  না - থাকা  কোনো  নিশ্চল  বিষয়  নয় ।  ফলে  রাষ্ট্রবিজ্ঞানে  দীর্ঘদিন  ধরেই  এ  নিয়ে  বিতর্ক  রয়েছে  যে  কীভাবে  একটি  দেশ  অগণতান্ত্রিক  অবস্থা  ( বিভিন্ন  ধরনের  কর্তৃত্ববাদী  শাসন , যেমন  সামরিক  আইন ) থেকে  গণতন্ত্রে  উত্তরিত  হয় ।  প্রশ্নগুলো  সহজ  ভাষায়  বললে : কেন  কিছু  দেশ  গণতান্ত্রিক  এবং  কিছু  দেশ  গণতান্ত্রিক  নয় ? কী  করে  একটি  অগণতান্ত্রিক  দেশ  ‘ অগণতন্ত্র ’ থেকে  ‘ গণতন্ত্রে ’ যেতে  পারে ? শেষ  প্রশ্নের  উত্তরের  বিষয়টি  গণতন্ত্রে  উত্তরণ - প্রক্রিয়া  বা  গণতন্ত্রায়ণ  বলে  বর্ণনা  করা  হয় ।       ১৯৬০  ও  ১৯৭০ - এর  দশকে  আধুনিকায়ন  তত্ত্বের  (Modernization Paradigm) আলোকে  গণতন্ত্রায়ণ - সম্পর্কিত  আলোচনায়  বলা  হয়  যে  সামাজিক  ও  অর্থনৈতিকভাবে  সমৃদ্ধ  দেশেই  গণতন্ত্র  প্রতিষ্ঠার  সম্ভাবনা  বেশি  ( লিপসেট , ১৯৫৯ ; এলমন্ড  ও  ভারবা , ১৯৬৩ ; মুর , ১৯৬৩ ) ।  যদিও  লিপসেট  তাঁর  আলোচনায়  অর্থনৈতিক  উন্নয়নকে  ( যেমন : নগরায়ণ , সম্পদ  ও  শিক্ষা ) ‘ আবশ্যক ’ (Requisite) বলেছেন , ‘ পূর্বশর্ত ’ (Pre-requisite) বলেননি ।  পরবর্তী  ...