স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান
   স্বাধীনতা  যুদ্ধের  স্মৃতি -  প্রেসিডেন্ট  জিয়াউর  রহমান    স্বাধীনতা  যুদ্ধের  স্মৃতি    লেখক : প্রেসিডেন্ট  জিয়াউর  রহমান   প্রকাশ সাল: ১৯৮০, পত্রিকা: দৈনিক দেশ, সংখ্যা: বর্যপূর্তি সংখ্যা।   সবাই  আমরা  যুদ্ধ  করেছি , সৈনিক , জনগণ  সবাই ।  আর  সেই  ঝুঁকির  কথা ? জাতির  চরম  সংকটের  মুহুর্তে  কাউকে  না  কাউকে  সামনে  এগিয়ে  আসতে  হবে ।  নিতে  হয়  দায়িত্ব ।  আমি  কেবল  সে  দায়িত্ব  পালন  করেছি ।  নেতারা  যখন  উধাও  হয়ে  গেল — সিদ্ধান্ত  নেওয়ার  মত  কেউ  যখন  থাকল  না , তখন  জাতির  পক্ষ  থেকে  সব  থেকে  বড়  সিদ্ধান্ত  আমাকে  ঘোষণা  করতে  হল ।  কারণ  জাতিকে  তো  আর  অসহায়  নিরস্ত্র  অবস্থায়  একটা  সর্বাত্বক  ধ্বংসের  মুখে  ফেলে  রাখা  যায়  না ।  এবং  আমি  জানতাম  যুদ্ধের  জন্য  জাতি  প্রস্তুত  হয়ে  রয়েছে ।  শুধু  বাকি  ছিল  সেই  যুদ্ধের  জন্য  একটি  সঠিক  সময়  বেছে  নেয়া ।  ছাব্বিশে  মার্চ  রাতের  প্রথম  প্রহরে  সেই  সময়টি  এলো ।  যার  জন্য  গোটা  মাস  আমরা  রুদ্ধশ্বাস  হয়ে  প্রতিজ্ঞা  করছিলাম ।  এবং  সময়  আসোবার  সঙ্গে  সঙ্গে  আমি  সে  ঘোষণা  অষ্টম  ব্যাটেলিয়ানের  আমার  যোদ্ধাদ...