Daily Amardesh.com




Daily Amardesh.com

Aug 9 2014 Saturday

মার্কিন সীমানায় বারবার ঢুকেছে রুশ পরমাণু বোমারু বিমান

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার কৌশলগত পরমাণু বোমারু বিমানগুলো গত ১০ দিনে অন্তত ১৬ দফা মার্কিন আকাশসীমা লঙ্ঘন করেছে। আকাশসীমা লঙ্ঘনের এসব ঘটনা আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে ঘটেছে বলে জানিয়েছেন তারা।
‘ওয়েবসাইট দ্য ওয়াশিংটন ফ্রি বিকন’ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা ‘নোরাড’ দেখতে পেয়েছে, মার্কিন বিমান প্রতিরক্ষা সীমানার মধ্যে দফায় দফায় পরমাণু বোমাবাহী ভারি বিমান ‘টিইউ-৯৬ রাশিয়ান বিয়ার এইচ’ ঢুকে পড়েছে। এসব ক্ষেত্রে অনেক সময়ই পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন জঙ্গি বিমান পাঠাতে হয়েছে।
এদিকে, আলাস্কার কাছে রুশ বোমারু বিমানের ঝাঁকের সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত রুশ বিমানকেও উড়তে দেখা গেছে।
ইউক্রেন সংকট নিয়ে যখন রুশ-মার্কিন টানাপড়েন তুঙ্গে তখন আমেরিকার আকাশসীমা লঙ্ঘনের এসব ঘটনা ঘটছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, মনে হচ্ছে আমেরিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতো দ্রুত সাড়া দিতে পারে বা কমান্ড ও কন্ট্রোল সিস্টেম কতোটা কার্যকর তা পরীক্ষা করে দেখছে রুশ বাহিনী। এদিকে, গত সপ্তাহে রুশ জঙ্গি বিমানের তাড়ার মুখে সুইডেনের আকাশসীমায় ঢুকে দু’দফা আত্মরক্ষা করেছে মার্কিন গোয়েন্দা বিমান। রয়টার্স

News Link : http://www.amardeshonline.com/pages/details/2014/08/09/252205#.U-VjA-2yBNN

Comments

Popular posts from this blog

হার না মানা বেগম জিয়া

প্রেসিডেন্ট জিয়া বললেন, এ গাড়ি কে পাঠিয়েছে?

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান