JRA বিমান হাইজাক-১৯৭৭ সালের জাপানিস রেড আর্মির বিমান হাইজাক
JRA বিমান হাইজাক -১৯৭৭ সালের জাপানিস রেড আর্মির বিমান হাইজাক জাপানী রেড আর্মির বিমান হাইজাকঃ জাপানী রেড আর্মির বিমান হাইজাক বাংলাদেশের ইতিহাসের একমাত্র বিমান হাইজাকের ঘটনা এটি । মুলত JRA ছিল কমুনিষ্ট মিলিটেন্ট গ্রুপ, ১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর তারা জাপানী এয়ার লাইন্সের ডি-৮ বহরের একটি বিমান হাইজাক করে, যেটি প্যারিস থেকে টোকিও যাবার পথে ছিল। ৫ সদস্যের হাইজাকার দলটি ১৫৬ জন যাত্রী ও ক্রু কে জিম্মি করে বিমানটিকে জোর করে অবতরন করায় ঢাকার পুরাতন তেজগাঁও এর বিমান বন্দরে।মুক্তিপন হিসাবে তারা জাপান সরকার কাছে ৬ মিলিয়ন ডলার ও তাদের আটক ৯ সদস্যদের মুক্তি দাবি করে। টানা ৪ দিন তারা হাইজাক করা বিমান নিয়ে ঢাকা অবস্থান করে। বাংলাদেশ সরকার তথা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ বিমান বাহীনির মধ্যস্ততায় জাপান সরকারের বিমান মন্ত্রীর উপস্থিতিতে অবশেষে ২ অক্টোবর তাদের দাবি মেনে নেয়া সাপেক্ষে সেই হাইজাক ঘটনার অবসান হয়। সকল যাত্রী মুক্তি পায়, আর বিমানটি আলজিরিয়ার পথ ধরে উড়ে যায়। এখনকার মত মিডিয়া না থাকায় সেই দুর্লভ সময়ের তেমন কোন রেকর্ডই এখন সংরক্ষিত নেই। একমাত্র বিটিভিই সেটি আংশিক...