আত্মহত্যাকারী মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আত্মহত্যাকারী মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাম্প্রতিক সময়ে ঢাকায় এসে মুক্তিযোদ্ধা সচিবের দূঃব্যবহারে আত্মহত্যাকারী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আত্মহত্যাকারী মুক্তিযোদ্ধা আইয়ুব খানের স্ত্রীর খাদিজা বেগম , দুই ছেলে ও দুই মেয়েকে তিনি এ সহযোগিতা প্রদান করেন । এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ’ র সহ - সভাপতি আব্দুল্লাহ আল নোমান , চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার , মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফত , ১ম যুগ্ম - সম্পাদক সাদেক খান । উল্লেখ্য রাজধানীতে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার বিষ পানে আত্মহত্যা করেছেন । আইয়ুব খান ( ৬২ ) নামের ওই মুক্তিযোদ্ধা মঙ্গলবার সকালে তোপখানা রোডের একটি হোটেলে বিষপান করেন । দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ...