আক্রান্ত প্যারিস। জরুরি অবস্থা ঘোষণা, সীমান্ত বন্ধ, আইএসের দায় স্বীকার।
রক্তস্নাত প্যারিস । আক্রান্ত প্যারিস । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যারিসে এমন ভয়াল রাত আর কখনও আসেনি । ফ্রান্সের রাজধানী শহরটি দুনিয়াব্যাপী পরিচিত ছবি আর কবিতার শহর হিসেবেই । শুক্রবার রাতটি অন্যান্য দিনের মতোই শুরু করেছিলেন নগরের বাসিন্দারা । তবে মুহূর্তের মধ্যে তাদের জীবনে নেমে আসে বিভীষিকা । ভয়ঙ্কর এক সন্ত্রাসী হামলার শিকার হন তারা । একের পর এক বিস্ফোরণ আর গুলিতে প্যারিস পরিণত হয় এক মৃত্যুপুরীতে । সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১২৮ জন । আহত হয়েছেন কয়েক শ । আট হামলাকারীও নিহত হয়েছে । তাদের মধ্যে সাত জন মারা যায় আত্মঘাতী বিস্ফোরণে । একজন নিহত হয় পুলিশের গুলিতে । এ হত্যাযজ্ঞের পর ফ্রান্সজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা । কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে । আশেপাশের এলাকার স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে । মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা । এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট ( আইএস ) । ফ্রান্সের প্রেসিড...