হার না মানা বেগম জিয়া
হার না মানা বেগম জিয়া বিবাহ ও সাংসারিক জীবন লেখক : জয় সিদ্দিকী #justiceforbegumzia #freebegumzia #freedemocracybd ১৯৬০ সালে ক্যাপ্টেন জিয়ার সঙ্গে বিয়ের মাধ্যমেই মূলত বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ সংগ্রামী জীবনের ভিত্তি রচিত হয়েছিল। স্বামী ছিলেন বীর সিপাহসালার। নানা সাহসী ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে তিনি ঝাঁপিয়ে পড়তেন। সাহসিকতা ও বীরত্বের সঙ্গে সবসময় ঝুঁকি (কখনো কখনো মৃত্যুর ঝুঁকিও) জড়িয়ে থাকে। স্বামী যেসব বিশাল মাপের ঝুঁকি নিতেন, তার প্রভাব অনিবার্যভাবে পড়ত স্ত্রী বেগম খালেদা জিয়ার ওপরও। বীরবধূ হওয়ার বিড়ম্বনা সারাটি জীবনই সইতে হয়েছে তাকে, বলতে গেলে বিয়ের পর থেকেই। আর দশজনের মতো নিস্তরঙ্গ জীবন বেগম খালেদা জিয়ার ভাগ্যে হয়ত ছিল না। ঐতিহাসিক ঘটনাপরম্পরা একটুখানি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলে তার চরিত্রে একধরনের হার-না-মানা সংগ্রামী বৈশিষ্ট্য বিশেষভাবে চোখে পড়ে। ©জয় সিদ্দিকী ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ বেধে গেল। কোলে তখন তার ছয় মাস বয়সী প্রথম পুত্র সন্তান। যুদ্ধযাত্রা করলেন সিপাহসালার স্বামী। লাহোরের কাছে খেমকারান সেক্টরে স্বামী যখন বীর বিক্রমে লড়ছেন, বেগম খালেদা জিয়া তখ...