ইরানের সমর শক্তি

ইরানের সমর শক্তি
প্রতিষ্ঠা
১৯৮২ (ইসলামি প্রজাতন্ত্রের অধীন)।
শাখা
দু’টি। ইরান আর্মি ও গার্ডস কর্পস।
আর্মির শাখা
চারটি। গ্রাউন্ড ফোর্সেস, নেভি, এয়ার ফোর্স, এয়ার ডিফেন্স।
গার্ডস কর্পসের শাখা
পাঁচটি। গ্রাউন্ড ফোর্সেস, নেভি, এয়ার ফোর্স, কুদস ফোর্স, বাসিজ।
হেডকোয়ার্টার্স
তেহরান।
সুপ্রিম কমান্ডার
সর্বোচ্চ ধর্মীয় নেতা।
বাজেট
৬.২ বিলিয়ন মার্কিন ডলার (২০০৫)
অ্যাকটিভ পার্সোনেল
৯,৪৫,০০০ জন।

Comments

Popular posts from this blog

হার না মানা বেগম জিয়া

প্রেসিডেন্ট জিয়া বললেন, এ গাড়ি কে পাঠিয়েছে?

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান