বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচল বাংলাদেশ বিমান


ঢাকা: অল্পের জন্য কলকাতার আকাশে দুর্ঘটনা এড়াল দুটি বিমান আজ সকালে কলকাতার আকাশে কাছাকাছি চলে আসে একটি বাংলাদেশী একটি সৌদি বিমান
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, এটিসির একটি নির্দেশ ঠিকমত বুঝতে পারেননি সৌদি বিমানের পাইলট নির্দেশ ভুল বোঝার জেরে সৌদি বিমানটি চলে আসে বাংলাদেশের বিমানের সামনে
এরপরই উপগ্রহ মারফত সতর্কবার্তা পৌছয় এটিসির কাছে সঙ্গে সঙ্গে নতুন করে এটিসির বার্তা যায় সৌদি পাইলটের কাছে এর জেরেই শেষ পর্যন্ত এড়ানো সম্ভব হয় বিপজ্জনক পরিস্থিতি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া

Comments

Popular posts from this blog

হার না মানা বেগম জিয়া

প্রেসিডেন্ট জিয়া বললেন, এ গাড়ি কে পাঠিয়েছে?

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান