বেগম খালেদা জিয়ার পুরো বক্তব্য - লন্ডন, ২৪ সেপ্টেম্বর ২০১৫

প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।  সময় তারেক রহমানের পাশে ছিলেন সহধর্মীনী ডাক্তার জোবায়দা রহমান। বৃহষ্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন লন্ডন সময় সন্ধ্যা সাতটার দিকে ইলফোর্ডের ফেয়ারলপ ওয়াটার কাউন্টি পার্কের একটি অডিটরিয়ামে সন্ধ্যা শুরু হয় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বিএনপি শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও প্রবাসী বাংলাদেশীরা শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণ এবং বিশ্ব মুসলমানের প্রতি পবিত্র ঈদুৃল আজহার শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এতে তিনি বর্তমান সরকারকে জনসমর্থনহীন বিনাভোটের সরকার বলে উল্লেখ করেন। তিনি বলেন কারণেই সরকার সব সময়ই আতংকে থাকে। এমনকি দেশের জনগণ যাতে তারেক রহমানের বক্তৃতা শুনতে না পাওে সেজন্যও বাধার সৃষ্টি করে রাখা হয়েছে।

Comments

Popular posts from this blog

হার না মানা বেগম জিয়া

প্রেসিডেন্ট জিয়া বললেন, এ গাড়ি কে পাঠিয়েছে?

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান