বিশ্বের আশ্চর্য কিছু ছবি
বিশ্বের আশ্চর্য কিছু ছবি :
![]() |
ইংল্যান্ডের ব্রাডফোর্ডে একবার এই অদ্ভুত মেঘ দেখা গিয়েছিল। মেঘের এই রূপ আসলে লেন্টিকিউলার ক্লাউড নামে পরিচিত। দেখতে ঠিক যেন ভিন গ্রহের কোনও স্পেসশিপ। |
![]() |
শিল্পীর ক্যানভাসে ফুটে ওঠা কোনও ছবি নয়, এই পাহাড়ি উপত্যকার অস্তিত্ব সত্যিই রয়েছে। চিনের ঝানগি প্রদেশের পর্বতমালা জুড়ে অবস্থিত বিভিন্ন খনিজের সঙ্গে ব্যাক্টেরিয়ার বিক্রিয়ার ফলে এই বৈচিত্র্রের জন্ম। |
![]() |
নাম হাউজম্যানিয়ান বিল্ডিং। তবে পর্যটকদের কাছে ‘মেল্টিং বিল্ডিং’ নামেই অধিক পরিচিত। বহুতলটির সামনে গিয়ে দাঁড়ালে আপনারও মনে হবে, এখনই বোধহয় পুরোটাই গলে পড়বে। প্যারিসে অবস্থিত এই বহুতলটি। |
![]() |
তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে থাকায় সুইৎজারল্যান্ডে জলাশয় বরফে পরিণত হয়ে যায়। নিশ্চিন্তে যার উপর দিয়ে হাঁটাচলাও করতে পারবেন। |
Comments