বিশ্বের আশ্চর্য কিছু ছবি

বিশ্বের আশ্চর্য কিছু ছবি :
সালার দে ইউনি হল সবচেয়ে বড় লবণাক্ত সমতল ভূমি। বলিভিয়ায় অবস্থিত এই সমতল ভূমি আসলে কয়েকটি লবণ হ্রদের এক সঙ্গে দিক পরিবর্তনের ফল। ১০,৫৮২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই সমতল ভূমির নীচে আজও হ্রদ রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় লবণাক্ত সমতলভূমিতে সূর্যালোক প্রতিফলিত হওয়ার ফলে অনেকটা বৃহৎ আয়নার মতো দেখায়।
ইংল্যান্ডের ব্রাডফোর্ডে একবার এই অদ্ভুত মেঘ দেখা গিয়েছিল। মেঘের এই রূপ আসলে লেন্টিকিউলার ক্লাউড নামে পরিচিত। দেখতে ঠিক যেন ভিন গ্রহের কোনও স্পেসশিপ।
শিল্পীর ক্যানভাসে ফুটে ওঠা কোনও ছবি নয়, এই পাহাড়ি উপত্যকার অস্তিত্ব সত্যিই রয়েছে। চিনের ঝানগি প্রদেশের পর্বতমালা জুড়ে অবস্থিত বিভিন্ন খনিজের সঙ্গে ব্যাক্টেরিয়ার বিক্রিয়ার ফলে এই বৈচিত্র্রের জন্ম।
নাম হাউজম্যানিয়ান বিল্ডিং। তবে পর্যটকদের কাছে ‘মেল্টিং বিল্ডিং’ নামেই অধিক পরিচিত। বহুতলটির সামনে গিয়ে দাঁড়ালে আপনারও মনে হবে, এখনই বোধহয় পুরোটাই গলে পড়বে। প্যারিসে অবস্থিত এই বহুতলটি।
তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে থাকায় সুইৎজারল্যান্ডে জলাশয় বরফে পরিণত হয়ে যায়। নিশ্চিন্তে যার উপর দিয়ে হাঁটাচলাও করতে পারবেন।

Comments

Popular posts from this blog

হার না মানা বেগম জিয়া

প্রেসিডেন্ট জিয়া বললেন, এ গাড়ি কে পাঠিয়েছে?

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান